ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৫৩
নামাযের অধ্যায়
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৩) মুগীরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক সালাতের শেষে দুআ করতেন।
كتاب الصلاة
عن المغيرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يدعو في دبر كل صلاة