ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৫২
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫২) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে বলা হল, হে আল্লাহর রাসূল, কোন দুআ অধিক কবুল হওয়ার যোগ্য? তিনি বলেন, রাতের শেষ অংশে এবং ফরয সালাতের শেষে।
عن أبي أمامة رضي الله عنه: قيل يا رسول الله أي الدعاء أسمع؟ قال: جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৫২ | মুসলিম বাংলা