ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৫১
ফরয সালাতের পরে নফল আদায়ের জন্য স্থান পরিবর্তন করা
(৫৫১) ইবন মাসউদ রা. বলেন, যদি ইমাম সালাত শেষ করার পরে না-উঠে এবং না-ঘুরে, এবং তোমার কোনো প্রয়োজন থাকে তাহলে তুমি ইমামকে রেখে চলে যাবে। কারণ তোমার সালাত পূর্ণ হয়ে গিয়েছে।
عن ابن مسعود رضي الله عنه: إذا فرغ الإمام ولم يقم ولم ينحرف وكانت لك حاجة فاذهب ودعه فقد تمت صلاتك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫৫১ | মুসলিম বাংলা