ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৫৪৯
ফরয সালাতের পরে নফল আদায়ের জন্য স্থান পরিবর্তন করা
(৫৪৯) মুআবিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, এক সালাতের সাথে আরেক সালাত মেলানো যাবে না। এক সালাতের পরে কথা বলে বা বেরিয়ে গিয়ে অন্য সালাত আদায় করতে হবে।
عن معاوية رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أمرنا أن لا توصل صلاة بصلاة حتى نتكلم أو نخرج
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৫০
ফরয সালাতের পরে নফল আদায়ের জন্য স্থান পরিবর্তন করা
(৫৫০) আলী রা. বলেন, সুন্নত হল, ইমাম নিজের স্থান পরিবর্তন না করে নফল সুন্নত আদায় করবে না।
عن علي رضي الله عنه قال: من السنة أن لا يتطوع الإمام حتى يتحول من مكانه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৫৫১
ফরয সালাতের পরে নফল আদায়ের জন্য স্থান পরিবর্তন করা
(৫৫১) ইবন মাসউদ রা. বলেন, যদি ইমাম সালাত শেষ করার পরে না-উঠে এবং না-ঘুরে, এবং তোমার কোনো প্রয়োজন থাকে তাহলে তুমি ইমামকে রেখে চলে যাবে। কারণ তোমার সালাত পূর্ণ হয়ে গিয়েছে।
عن ابن مسعود رضي الله عنه: إذا فرغ الإمام ولم يقم ولم ينحرف وكانت لك حاجة فاذهب ودعه فقد تمت صلاتك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান