ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৭১
জুমুআ ও দুই ঈদের সালাতে সশব্দে পাঠ
(৫৭১) তাবিয়ি ইবন আবী রাফি’ বলেন, আবু হুরাইরা রা. আমাদেরকে জুমুআর সালাত পড়ান। তিনি (প্রথম রাকআতে) সূরা জুমুআ পাঠের পরে দ্বিতীয় রাকআতে সূরা মুনাফিকূন পাঠ করেন। আমি সালাত শেষ হওয়ার পরে আবু হুরাইরা রা.র সাথে সাক্ষাত করি এবং বলি, আপনি যে দুইটি সূরা পাঠ করলেন, আলী ইবন আবী তালিব রা. কুফায় এই দুইটি সূরা পাঠ করতেন। তখন আবু হুরাইরা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে জুমুআর দিনে এই দুইটি সূরা পাঠ করতে শুনেছি।
عن ابن أبي رافع: صلى لنا أبو هريرة رضي الله عنه الجمعة فقرأ بعد سورة الجمعة في الركعة الآخرة إذا جاءك المنافقون قال: فأدركت أبا هريرة حين انصرف فقلت له: إنك قرأت بسورتين كان علي بن أبي طالب رضي الله عنه يقرأ بهما بالكوفة فقال أبو هريرة: إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقرأ بهما يوم الجمعة

হাদীসের ব্যাখ্যা:

মুক্তাদী কর্তৃক ইমামের জুমআর নামাযের কিরাত শ্রবণ করা থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. জুমআর নামাযে সশব্দে কুরআন পাঠ করেছেন। এ আমলের ব্যতিক্রম তিনি কখনো করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায়নি। অতএব, জুমআর নামাযে ইমামের জন্য উচ্চস্বরে কুরআন পড়া জরুরী।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৫৭১ | মুসলিম বাংলা