ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৭০
যুহর, আসর, মাগরিবের শেষ রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ ও মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে ও ফজরে সশব্দে কুরআন পাঠ
(৫৭০) তাবিয়ি আবু মা'মার বলেন, আমি খাব্বাব ইবনুল আরাত্ রা.কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) কি যুহর ও আসরে কুরআন পাঠ করতেন? তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, আপনারা কীভাবে জানতেন যে তিনি পাঠ করছেন? তিনি বলেন, তাঁর দাড়ির নড়াচড়া দেখে।
عن أبي معمر قال: قلت لخباب بن الأرت رضي الله عنه أكان النبي صلى الله عليه وسلم يقرأ في الظهر والعصر؟ قال نعم قال قلت بأي شيء كنتم تعلمون قراءته؟ قال باضطراب لحيته
