ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৬৯
যুহর, আসর, মাগরিবের শেষ রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ ও মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে ও ফজরে সশব্দে কুরআন পাঠ
(৫৬৯) তাবিয়ি ইয়াহইয়া ইবন আবু কাসীর (১৩২ হি.) বলেন, তারা বলেন, হে আল্লাহর রাসূল, এখানে কিছু মানুষ আছেন যারা দিনের বেলায় সশব্দে কুরআন পাঠ করে। তিনি বলেন, তাদের দিকে ঘুঁটে ছুড়ে মারবে।
عن يحيى بن أبي كثير قال: قالوا يا رسول الله إن هاهنا من يجهرون بالقراءة بالنّهار فقال: ارموهم بالبعر
tahqiqতাহকীক:তাহকীক চলমান