ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৬৮
যুহর, আসর, মাগরিবের শেষ রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ ও মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে ও ফজরে সশব্দে কুরআন পাঠ
(৫৬৮) তাবিয়ি হাসান বসরি (মৃ: ১১০ হি.) জিবরাঈলের পেছনে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত আদায়ের বিষয়ে বলেন, তিনি যুহর, আসর, মাগরিবের তৃতীয় রাকআত ও ইশার শেষ দুই রাকআতে চুপেচুপে কুরআন পাঠ করেন। আর তিনি মাগরিব ও ইশার প্রথম দুই রাকআতে সশব্দে কিরাআত পাঠ করেন।
عن الحسن في صلاة النبي صلى الله عليه وسلم خلف جبرائيل وأنه أسر في الظهر والعصر والثالثة من المغرب والأخريين من العشاء وجهر في الأوليين من المغرب و العشاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান