ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৬৭
আল্লাহর বাণী 'সালাতে তোমার স্বর উচ্চ কোরো না এবং অতিশয় ক্ষীণও কোরো না; এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো’
(৫৬৭) দ্বিতীয় হিজরি শতকের তাবি’-তাবিয়ি মুফাসসির আব্দুর রহমান ইবন যাইদ ইবন আসলাম (মৃ: ১৮২ হি.) 'সালাতে তোমার স্বর উচ্চ কোরো না এবং অতিশয় ক্ষীণও কোরো না; এই দুইয়ের মধ্যপথ অবলম্বন করো'** আল্লাহর এই কথার ব্যাখ্যায় বলেন, 'এই দুইয়ের মধ্যপথ' হল সালাতের মধ্যে জিবরাঈল আ. তাঁর জন্য যা রীতিবদ্ধ করে যান এবং মুসলিমগণ যার উপরে রয়েছে।
عن ابن زيد في قوله: ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا قال: السبيل بين ذلك الذي سنّ له جبرائيل من الصلاة التي عليها المسلمون
tahqiqতাহকীক:তাহকীক চলমান