ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১ টি
হাদীস নং: ৪৫৮
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৫৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন তখন এবং যখন তিনি রুকুর জন্য 'আল্লাহু আকবার' বলতেন তখন তাঁর দুইহাত তাঁর দুইকাঁধ পর্যন্ত উঠাতেন । এবং যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন তখনও অনুরূপভাবে দুইহাত উঠাতেন এবং বলতেন, 'সামিআল্লাহু লিমান হামিদাহ'। 'রাব্বানা ওয়া লাকাল হামদ'। তিনি সাজদায় অনুরূপ করতেন না।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك أيضا وقال: سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود
তাহকীক:
হাদীস নং: ৪৫৯
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৫৯) ইবন উমার রা. থেকে দ্বিতীয় বর্ণনায় আছে, ইবন উমার সালাত শুরুর সময়, রুকুর সময়, রুকু থেকে উঠার সময় দুইহাত অনুরূপভাবে উঠাতেন। এছাড়া তিনি দ্বিতীয় রাকআত শেষে উঠার সময় দুইহাত উঠাতেন । তিনি এই কর্ম রাসূলুল্লাহ (ﷺ) থেকে গ্রহণ করেছেন বলে বলতেন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما نحوه من فعله وزاد: وإذا قام من الركعتين رفع يديه ورفع ذلك ابن عمر إلى نبي الله صلى الله عليه وسلم
তাহকীক:
হাদীস নং: ৪৬০
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬০) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি তার দুইহাত উঠাতেন প্রত্যেক নামা, উঠা, রুকু, সাজদা, দাঁড়ানো, বসা ও দুই সাজদার মাঝে ।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما: أنه كان يرفع يديه في كل خفض ورفع وركوع وسجود وقيام وقعود وبين السجدتين
তাহকীক:
হাদীস নং: ৪৬১
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬১) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) (রুকুর পরে) সাজদার জন্য ঝুঁকে যখন 'আল্লাহু আকবার' বলতেন তখন তাঁর দুইহাত উঠাতেন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: أنه صلى الله عليه وسلم كان يرفع يديه عند التكبير حين يهوي ساجدا
তাহকীক:
হাদীস নং: ৪৬২
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬২) মালিক ইবনুল হুওয়াইরিস রা. বলেন, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে দুইহাত উঠাতেন, রুকু করার সময়, রুকু থেকে মাথা উঠানোর সময়, সাজদা করার সময়, সাজদা থেকে মাথা উঠানোর সময়।
كتاب الصلاة
عن مالك بن الحويرث رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم رفع يديه في صلاته وإذا ركع وإذا رفع رأسه من الركوع وإذا سجد وإذا رفع رأسه من السجود
তাহকীক:
হাদীস নং: ৪৬৩
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রুকুতে ও সাজদায় তাঁর দুইহাত উঠাতেন ।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يرفع يديه في الركوع والسجود
তাহকীক:
হাদীস নং: ৪৬৪
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের মধ্যে যখন সালাত শুরু করতেন, যখন রুকু করতেন এবং যখন সাজদা করতেন তখন তাঁর দুইহাত তাঁর দুইকাঁধ পর্যন্ত উঠাতেন।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: يرفع يديه في الصلاة حذو منكبيه حين يفتتح الصلاة وحين يركع وحين يسجد
তাহকীক:
হাদীস নং: ৪৬৫
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৫) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন, যখন রুকু করতেন এবং যখন সাজদা করতেন তখন তাঁর দুইহাত উঠাতেন।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه مرفوعا: أنه صلى الله عليه وسلم كان يرفع يديه حين يفتتح الصلاة وإذا ركع وإذا سجد
তাহকীক:
হাদীস নং: ৪৬৬
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৬) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সাজদায় ও দুইহাত উঠাতেন ।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه مرفوعا : رفع اليدين في السجود
তাহকীক:
হাদীস নং: ৪৬৭
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন তখন দুইহাত উঠাতেন, এবং যখন রুকু করতেন এবং যখন তাঁর মাথা রুকু থেকে উঠাতেন। তিনি সাজদার মধ্যে এরূপ করতেন না । তিনি আল্লাহর সাথে মিলন (মৃত্যু) পর্যন্ত এভাবেই সালাত আদায় করতেন।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا افتتح الصلاة رفع يديه وإذا ركع وإذا رفع رأسه من الركوع وكان لا يفعل ذلك في السجود فما زالت تلك صلاته حتى لقي الله تعالى
তাহকীক:
হাদীস নং: ৪৬৮
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৮) তাবিয়ি মুজাহিদ বলেন, আমি ইবন উমার রা.র পেছনে সালাত আদায় করলাম, তিনি সালাতের মধ্যে শুধুমাত্র প্রথম তাকবীর ছাড়া আর কোনো সময় তার দুইহাত উঠালেন না।
كتاب الصلاة
عن مجاهد قال: صليت خلف ابن عمر رضي الله عنهما فلم يكن يرفع يديه إلا في التكبيرة الأولى من الصلاة
তাহকীক: