ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৬৯
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৬৯) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাত আদায় করে দেখাব না? তখন তিনি সালাত আদায় করেন। তিনি সালাতের মধ্যে শুধুমাত্র প্রথমবার ছাড়া তার দুইহাত উঠালেন না।
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم؟ فصلى فلم يرفع يديه إلا في أول مرة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭০
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭০) ইবন মাসউদ রা. বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতের সংবাদ দিব না? তখন তিনি সালাতে দাঁড়ান। তিনি প্রথম বার তার দুইহাত উঠান অতঃপর তিনি আর হাত উঠান না।
عن عبد الله رضي الله عنه قال: ألا أخبركم بصلاة رسول الله صلى الله عليه وسلم؟ قال فقام فرفع يديه أول مرة ثم لم يعد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭১
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭১) তাবিয়ি আসওয়াদ বলেন, আমি উমার রা.র সাথে সালাত আদায় করলাম। তিনি শুধুমাত্র সালাত শুরু করার সময় ছাড়া সালাতের মধ্যে কোনো সময়ে তার দুইহাত উঠালেন না।
عن الأسود قال: صليت مع عمر رضي الله عنه فلم يرفع يديه في شيء من صلاته إلا حين افتتح الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭২
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭২) তাবিয়ি আসিম ইবন কুলাইব তার পিতা থেকে বলেন, আলী রা. সালাতের প্রথম তাকবীরে তার দুইহাত উঠাতেন এরপর তিনি আর উঠাতেন না।
عن عاصم بن كليب عن أبيه: أن عليا رضي الله عنه كان يرفع يديه في أول تكبيرة من الصلاة ثم لا يرفع بعد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭৩
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৩) ইবন মাসউদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা.র সাথে সালাত আদায় করেছি। তাঁরা সালাত শুরু করার সময় ছাড়া তাঁদের হাতগুলো উঠাতেন না।
عن عبد الله رضي الله عنه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله عنهما فلم يرفعوا أيديهم إلا عند استفتاح الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭৪
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৪) তাবিয়ি আবু ইসহাক সাবীয়ি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা.র সাথি-ছাত্রগণ এবং আলী রা.র সাথি-ছাত্রগণ শুধুমাত্র সালাতের শুরু ছাড়া তাদের হাত উঠাতেন না।
عن أبي إسحاق قال: كان أصحاب عبد الله وأصحاب علي رضي الله عنهما لا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭৫
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৫) মুগীরাহ বলেন আমি ইবরাহীম নাখয়িকে বললাম, ওয়ায়িল ইবন হুজর রা. বর্ণিত হাদীসে তিনি বলেছেন, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন, যখন রুকু করতেন এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন তাঁর দুইহাত উঠাতেন । তখন ইবরাহীম নাখয়ি বলেন, ওয়ায়িল ইবন হুজর রা. যদি একবার মাত্র তাঁকে এভাবে হাত উঠাতে দেখে থাকেন, তাহলে আব্দুল্লাহ ইবন মাসউদ রা. পঞ্চাশবার তাঁকে হাত না উঠাতে দেখেছেন।
عن المغيرة قال: قلت لإبراهيم حديث وائل رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم يرفع يديه إذا افتتح الصلاة وإذا ركع وإذا رفع رأسه من الركوع فقال: إن كان وائل رآه مرة يفعل ذلك فقد رآه عبد الله رضي الله عنه خمسين مرة لا يفعل ذلك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭৬
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৬) কুফার প্রসিদ্ধ কারি, আবিদ ও আলিম আবু বাকর ইবন আইয়াশ (১৯৪ হি.) বলেন, আমি কোনো ফকীহকে কখনো তাকবীরে তাহরীমা ছাড়া হাত উঠাতে দেখি নি।
عن أبي بكر بن عياش قال: ما رأيت فقيها قط يفعله يريد يرفع يديه في غير التكبيرة الأولى
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৪৭৭
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৭) জাবির ইবন সামুরাহ রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বেরিয়ে এসে বলেন, আমার কী হল, আমি দেখছি যে, তোমরা তোমাদের হাতগুলো উঠিয়ে রেখেছ? মনে হচ্ছে সেগুলো যেন সদা-অস্থির চঞ্চল ঘোড়ার লেজের মতো! তোমরা সালাতের মধ্যে শান্ত হবে।
عن جابر بن سمرة رضي الله عنه قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال: ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭৮
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৮) জাবির ইবন সামুরাহ রা অন্য বর্ণনায় বলেন, আমরা সালাতের মধ্যে আমাদের হাতগুলো উত্তোলিত করছিলাম, এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আগমন করেন। তখন তিনি বলেন...' ।
عن جابر بن سمرة رضي الله عنه: دخل علينا رسول صلى الله عليه وسلم ونحن نرفع أيدينا في الصلاة فقال
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান