ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৭৬
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৬) কুফার প্রসিদ্ধ কারি, আবিদ ও আলিম আবু বাকর ইবন আইয়াশ (১৯৪ হি.) বলেন, আমি কোনো ফকীহকে কখনো তাকবীরে তাহরীমা ছাড়া হাত উঠাতে দেখি নি।
عن أبي بكر بن عياش قال: ما رأيت فقيها قط يفعله يريد يرفع يديه في غير التكبيرة الأولى

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, মোটামুটি কথা হল, এ বিষয়ে সাহাবিগণ থেকে শুরু করে পরবর্তী যুগের আলিমগণের মধ্যে মতভেদ রয়েছে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৭৬ | মুসলিম বাংলা