ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৭৫
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৫) মুগীরাহ বলেন আমি ইবরাহীম নাখয়িকে বললাম, ওয়ায়িল ইবন হুজর রা. বর্ণিত হাদীসে তিনি বলেছেন, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন, যখন রুকু করতেন এবং যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন তাঁর দুইহাত উঠাতেন । তখন ইবরাহীম নাখয়ি বলেন, ওয়ায়িল ইবন হুজর রা. যদি একবার মাত্র তাঁকে এভাবে হাত উঠাতে দেখে থাকেন, তাহলে আব্দুল্লাহ ইবন মাসউদ রা. পঞ্চাশবার তাঁকে হাত না উঠাতে দেখেছেন।
عن المغيرة قال: قلت لإبراهيم حديث وائل رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم يرفع يديه إذا افتتح الصلاة وإذا ركع وإذا رفع رأسه من الركوع فقال: إن كان وائل رآه مرة يفعل ذلك فقد رآه عبد الله رضي الله عنه خمسين مرة لا يفعل ذلك
