ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৭৪
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৪) তাবিয়ি আবু ইসহাক সাবীয়ি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ রা.র সাথি-ছাত্রগণ এবং আলী রা.র সাথি-ছাত্রগণ শুধুমাত্র সালাতের শুরু ছাড়া তাদের হাত উঠাতেন না।
عن أبي إسحاق قال: كان أصحاب عبد الله وأصحاب علي رضي الله عنهما لا يرفعون أيديهم إلا في افتتاح الصلاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৭৪ | মুসলিম বাংলা