ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৭৭
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৭) জাবির ইবন সামুরাহ রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে বেরিয়ে এসে বলেন, আমার কী হল, আমি দেখছি যে, তোমরা তোমাদের হাতগুলো উঠিয়ে রেখেছ? মনে হচ্ছে সেগুলো যেন সদা-অস্থির চঞ্চল ঘোড়ার লেজের মতো! তোমরা সালাতের মধ্যে শান্ত হবে।
عن جابر بن سمرة رضي الله عنه قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال: ما لي أراكم رافعي أيديكم كأنها أذناب خيل شمس اسكنوا في الصلاة
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৪৭৭ | মুসলিম বাংলা