ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৭৮
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৮) জাবির ইবন সামুরাহ রা অন্য বর্ণনায় বলেন, আমরা সালাতের মধ্যে আমাদের হাতগুলো উত্তোলিত করছিলাম, এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আগমন করেন। তখন তিনি বলেন...' ।
عن جابر بن سمرة رضي الله عنه: دخل علينا رسول صلى الله عليه وسلم ونحن نرفع أيدينا في الصلاة فقال
