ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৫৪
প্রত্যেক উঠানামার সময় তাকবীর বলা, রুকু থেকে উঠতে ‘সামিআল্লাহু...’ বলা এবং ইমামের জন্য সেগুলো সশব্দে বলার বিধান
(৪৫৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাতে দাঁড়াতেন (শুরু করতেন) তখন 'আল্লাহু আকবার' বলতেন। এরপর যখন রুকু করতেন তখন আল্লাহু আকবার' বলতেন। এরপর যখন রুকু থেকে তাঁর মেরুদণ্ড উঠাতেন তখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ' (যে ব্যক্তি প্রশংসা করে আল্লাহ তাকে শুনেন) বলতেন। এরপর তিনি দাঁড়ানো অবস্থায় বলতেন, 'রাব্বানা ওয়া লাকাল হামদ' (হে আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা)। এরপর তিনি (সাজদার জন্য) নিচু হওয়ার সময় আল্লাহু আকবার' বলতেন। এরপর তিনি যখন (সাজদা থেকে) মাথা উঠাতেন তখন 'আল্লাহু আকবার' বলতেন। এরপর যখন তিনি সাজদা করতেন তখন 'আল্লাহু আকবার' বলতেন। এরপর যখন তিনি মাথা উঠাতেন তখন আল্লাহু আকবার' বলতেন। এরপর তিনি পরবর্তী সকল রাকআতে এভাবে বলে সালাত শেষ করতেন। তিনি যখন দ্বিতীয় রাকআতের বৈঠক থেকে উঠতেন তখন 'আল্লাহু আকবার' বলতেন।
عن أبي هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يركع ثم يقول: سمع الله لمن حمده حين يرفع صلبه من الركعة ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في الصلاة كلها حتى يقضيها ويكبر حين يقوم من الثنتين بعد الجلوس

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৫৫
প্রত্যেক উঠানামার সময় তাকবীর বলা, রুকু থেকে উঠতে ‘সামিআল্লাহু...’ বলা এবং ইমামের জন্য সেগুলো সশব্দে বলার বিধান
(৪৫৫) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইমাম বানানো হয়েছে অনুসরণ করার জন্য। অতএব যখন ইমাম আল্লাহু আকবার' বলবে তখন তোমরা 'আল্লাহু আকবার' বলবে। যখন ইমাম সাজদা করবে তখন তোমরা সাজদা করবে। যখন ইমাম উঠবে তখন তোমরা উঠবে। যখন ইমাম ‘সামিআল্লাহু লিমান হামিদাহ' (যে ব্যক্তি প্রশংসা করে আল্লাহ তাকে শুনেন) বলবে তখন তোমরা বলবে, 'রাব্বানা, ওয়া লাকাল হামদ' (হে আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা)।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا سجد فاسجدوا وإذا رفع فارفعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا: ربنا ولك الحمد

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৫৬
প্রত্যেক উঠানামার সময় তাকবীর বলা, রুকু থেকে উঠতে ‘সামিআল্লাহু...’ বলা এবং ইমামের জন্য সেগুলো সশব্দে বলার বিধান
(৪৫৬) তাবিয়ি সায়ীদ ইবনুল হারিস বলেন, আবু সায়ীদ খুদরি রা. আমাদেরকে নিয়ে (ইমামরূপে) সালাত আদায় করেন। তিনি সাজদা থেকে মাথা উঠানোর সময়, সাজদা করার সময়, রুকু করার সময় এবং দ্বিতীয় রাকআত শেষে উঠার সময় সশব্দে 'আল্লাহু আকবার' বলেন। এবং তিনি বলেন, আমি নবী (ﷺ) কে এরূপ করতে দেখেছি।
عن سعيد بن الحارث قال: صلى لنا أبو سعيد رضي الله عنه فجهر بالتكبير حين رفع رأسه من السجود وحين سجد وحين ركع وحين قام من الركعتين وقال: هكذا رأيت النبي صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৫৭
প্রত্যেক উঠানামার সময় তাকবীর বলা, রুকু থেকে উঠতে ‘সামিআল্লাহু...’ বলা এবং ইমামের জন্য সেগুলো সশব্দে বলার বিধান
(৪৫৭) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক উঠা, নামা, দাঁড়ানো ও বসায় 'আল্লাহু আকবার' বলতেন এবং আবু বাকর ও উমার রা.।
عن ابن مسعود رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يكبر في كل خفض ورفع وقيام وقعود وأبو بكر وعمر رضي الله عنهما

তাহকীক:
তাহকীক চলমান
