ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৫২
সশব্দে আমীন বলার ব্যাখ্যা
(৪৫২) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখলাম, যখন তিনি সালাত শেষ করলেন... এবং 'গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দ্বল্লীন' বললেন, তখন তিনি 'আমীন' বললেন । আমীন বলার জন্য তিনি তাঁর কণ্ঠস্বর দীর্ঘ করলেন। আমি মনে করি এটা তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই করলেন।
عن وائل بن حجر الحضرمي يقول: رأيت رسول الله صلى الله عليه وسلم حين فرغ من الصلاة... وقرأ: غير المغضوب عليهم ولا الضالين فقال: آمين يمد بها صوته ما أراه إلّا يعلمنا

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৫৩
সশব্দে আমীন বলার ব্যাখ্যা
(৪৫৩) সামুরা ইবন জুনদুব রা. যখন ইমামতি করে সালাত আদায় করতেন তখন তিনি দুইবার চুপ করে থাকতেন: যখন তিনি তাকবীর বলে সালাত শুরু করতেন তখন এবং যখন তিনি ‘ওয়ালাদ দ্বল্লীন' বলতেন তখন সামান্য সময় চুপ থাকতেন। মুসল্লীগণ বিষয়টি আপত্তি করেন। তখন তিনি এ বিষয়ে উবাই ইবন কা'বকে চিঠি লিখেন। উবাই উত্তরে তাদেরকে জানান যে, সামুরা যেরূপ করে প্রকৃত বিষয় সেইরূপই।
عن سمرة بن جندب رضي الله عنه أنه كان إذا صلى بهم سكت سكتتين إذا افتتح الصلاة وإذا قال: ولا الضالين سكت أيضا هنية فأنكروا ذلك عليه فكتب إلى أبي بن كعب فكتب إليهم أبي أنّ الأمر كما صنع سمرة

তাহকীক:
তাহকীক চলমান
