ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৫১
চুপে চুপে আমীন বলা
(৪৫১) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে সালাত আদায় করেন। তিনি যখন ‘গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দ্বল্লীন' বললেন, তখন তিনি 'আমীন' বললেন। আমীন বলার জন্য তিনি তাঁর কণ্ঠস্বর নিচু (lower) করলেন।
عن وائل بن حجر رضي الله عنه أنه صلى مع رسول الله صلى الله عليه وسلم فلما قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين وخفض بها صوته

তাহকীক:
তাহকীক চলমান
