ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৪৮
ইমাম ও মুক্তাদিগণের আমীন' বলা
(৪৪৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন ইমাম 'আমীন' (হে আল্লাহ, কবুল করুন) বলবে তখন তোমরাও 'আমীন' বলবে। কারণ যার আমীন' বলা ফিরিশতাগণের আমীন' বলার সাথে মিলে যাবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৪৯
ইমাম ও মুক্তাদিগণের আমীন' বলা
(৪৪৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন ইমাম ‘গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দ্বল্লীন' বলবে তখন তোমরা আমীন' বলবে। কারণ যার 'আমীন' বলা ফিরিশতাগণের 'আমীন' বলার সাথে মিলে যাবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا قال الإمام (غير المغضوب عليهم ولا الضالين) فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৪৫০
ইমাম ও মুক্তাদিগণের আমীন' বলা
(৪৫০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ইমামের আগে কিছু করবে না। ইমাম যখন 'আল্লাহু আকবার' বলবেন তখন তোমরা 'আল্লাহু আকবার' বলবে। এবং যখন ইমাম ‘ওয়ালাদ দ্বল্লীন' বলবেন তখন তোমরা 'আমীন' বলবে। এবং যখন ইমাম রুকু করবেন তখন তোমরা রুকু করবে। এবং যখন ইমাম ‘সামিআল্লাহু লিমান হামিদাহ' (যে ব্যক্তি প্রশংসা করে আল্লাহ তাকে শুনেন) বলবেন তখন তোমরা বলবে, 'আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ' (হে আল্লাহ, আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا تبادروا الإمام إذا كبر فكبروا وإذا قال ( ولا الضالين) فقولوا آمين وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا: اللهم ربنا لك الحمد

তাহকীক:
তাহকীক চলমান
