ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৫৭
প্রত্যেক উঠানামার সময় তাকবীর বলা, রুকু থেকে উঠতে ‘সামিআল্লাহু...’ বলা এবং ইমামের জন্য সেগুলো সশব্দে বলার বিধান
(৪৫৭) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক উঠা, নামা, দাঁড়ানো ও বসায় 'আল্লাহু আকবার' বলতেন এবং আবু বাকর ও উমার রা.।
عن ابن مسعود رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يكبر في كل خفض ورفع وقيام وقعود وأبو بكر وعمر رضي الله عنهما

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামাযে প্রত্যেক উঠা-বসার সময় তাকবীর বলতে হয়। এ ছাড়াও হযরত আবু হুরায়রা রা. থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূলুলস্নাহ স. যখন নামাযে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন আবার রম্নকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন। রম্নকু থেকে পিঠ সোজা করে উঠার সময় سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه বলতেন এবং দাঁড়িয়ে رَبَّنَا لَكَ الْحَمْدُ বলতেন। অতঃপর সিজদাতে যাওয়ার সময় এবং সিজদা থেকে উঠার সময়, আবার দ্বিতীয় সিজদাতে যাওয়ার সময় এবং সিজদা থেকে উঠার সময় তাকবীর বলতেন। এভাবেই পুরো নামায শেষ করতেন। আর দ্বিতীয় রাকাতের বৈঠক শেষে যখন উঠতেন তখনও তাকবীর বলতেন। (বুখারী: ৭৫৩) এ হাদীস থেকে আরো স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, নামাযে প্রত্যেক উঠা-বসায় তাকবীর বলতে হয়। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৭৬)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৪৫৭ | মুসলিম বাংলা