ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৫৬
প্রত্যেক উঠানামার সময় তাকবীর বলা, রুকু থেকে উঠতে ‘সামিআল্লাহু...’ বলা এবং ইমামের জন্য সেগুলো সশব্দে বলার বিধান
(৪৫৬) তাবিয়ি সায়ীদ ইবনুল হারিস বলেন, আবু সায়ীদ খুদরি রা. আমাদেরকে নিয়ে (ইমামরূপে) সালাত আদায় করেন। তিনি সাজদা থেকে মাথা উঠানোর সময়, সাজদা করার সময়, রুকু করার সময় এবং দ্বিতীয় রাকআত শেষে উঠার সময় সশব্দে 'আল্লাহু আকবার' বলেন। এবং তিনি বলেন, আমি নবী (ﷺ) কে এরূপ করতে দেখেছি।
عن سعيد بن الحارث قال: صلى لنا أبو سعيد رضي الله عنه فجهر بالتكبير حين رفع رأسه من السجود وحين سجد وحين ركع وحين قام من الركعتين وقال: هكذا رأيت النبي صلى الله عليه وسلم

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, নামাযে প্রত্যেক উঠা-বসার সময় তাকবীর বলতে হয়। এ ছাড়াও হযরত আবু হুরায়রা রা. থেকে সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূলুলস্নাহ স. যখন নামাযে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন আবার রম্নকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন। রম্নকু থেকে পিঠ সোজা করে উঠার সময় سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه বলতেন এবং দাঁড়িয়ে رَبَّنَا لَكَ الْحَمْدُ বলতেন। অতঃপর সিজদাতে যাওয়ার সময় এবং সিজদা থেকে উঠার সময়, আবার দ্বিতীয় সিজদাতে যাওয়ার সময় এবং সিজদা থেকে উঠার সময় তাকবীর বলতেন। এভাবেই পুরো নামায শেষ করতেন। আর দ্বিতীয় রাকাতের বৈঠক শেষে যখন উঠতেন তখনও তাকবীর বলতেন। (বুখারী: ৭৫৩) এ হাদীস থেকে আরো স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, নামাযে প্রত্যেক উঠা-বসায় তাকবীর বলতে হয়। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৭৬)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৪৫৬ | মুসলিম বাংলা