ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩২৩
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৩)রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ফজরের সালাতকে আলোক উদ্ভাসিত করে আদায় করবে; কারণ এভাবে আদায় করলে পুরস্কার বেশী হবে।
عن رافع بن خديج رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أسفروا بالفجر فإنه أعظم للأجر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩২৪
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৪) রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিলাল রা.কে বলেন, তুমি ফজরের সালাত আলোকিত করবে; যেন মানুষেরা তাদের নিক্ষিপ্ত তীরের স্থানগুলো পর্যন্ত দেখতে পায়।
عن رافع بن خديج قال: قال النبي صلى الله عليه وسلم لبلال: أسفر بصلاة الصبح حتى يرى القوم مواقع نبلهم. لفظ الطبراني: نور بصلاة الصبح حتى يبصر القوم مواقع نبلهم من الإسفار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩২৫
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৫) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, মুহাম্মাদ (ﷺ) এর সাহাবিগণ ফজরের সালাত আলোকিত করে আদায় করার বিষয়ে যেরূপ ইজমা' বা ঐকমত্য পোষণ করেছেন এরূপ আর কোনো বিষয়ে তারা একমত হন নি।
عن إبراهيم قال: ما أجمع أصحاب محمد صلى الله عليه وسلم على شيء ما أجمعوا على التنوير بالفجر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৩২৬
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৬) উবাই ইবন কা'ব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের জামাআত সম্পর্কে বলেছেন, জামাআতের লোকসংখ্যা যত বৃদ্ধি পাবে ততই তা আল্লাহর নিকট অধিকতর প্রিয় হবে।
عن أبي بن كعب رضي الله عنه في الجماعة مرفوعا: ما كثرت فهو أحب إلى الله عز وجل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা