ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩২০
প্রভাতের অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করা
(৩২০) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত আদায় করতেন দুপুরে... এই হাদীসের মধ্যে তিনি বলেন, এবং তিনি ফজরের সালাত আদায় করতেন প্রভাতের অন্ধকারের মধ্যে।
عن جابر رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجرة، الحديث وفيه: والصبح بغلس
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩২১
প্রভাতের অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করা
(৩২১) আবু মুসা রা. বলেন, যখন প্রভাতের উন্মেষ হল তখন রাসূলুল্লাহ (ﷺ) ফজরের জামাআত কায়িম করলেন। তখনও (আঁধারের কারণে) মানুষেরা একে অপরকে প্রায় চিনতে পারছিল না।
عن أبي موسى رضي الله عنه مرفوعا: فأقام الفجر حين انشق الفجر والناس لا يكاد يعرف بعضهم بعضا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩২২
প্রভাতের অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করা
(৩২২) আবু হুরাইরা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন, তুমি প্রভাতের শুরুতেই অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: صل الصبح بغبش يعني الغلس
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান