ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩১৭
নামাযের অধ্যায়
ইশার আগে ঘুমানো ও পরে গল্প করা মাকরূহ
(৩১৭) আবু বারযাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইশার আগে ঘুমানো এবং ইশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন।
كتاب الصلاة
عن أبي برزة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها
হাদীস নং: ৩১৮
নামাযের অধ্যায়
ইশার আগে ঘুমানো ও পরে গল্প করা মাকরূহ
(৩১৮) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শুধুমাত্র নফল সালাত আদায়কারী বা মুসাফির ছাড়া আর কারো জন্য সালাতের পরে, অর্থাৎ ইশার সালাতের পরে আর কোনো রাত্রিজাগরণমূলক কথাবার্তা নেই।
كتاب الصلاة
عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا: لا سمر بعد الصلاة يعني العشاء الآخرة إلا لمصل أو مسافر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১৯
নামাযের অধ্যায়
ইশার আগে ঘুমানো ও পরে গল্প করা মাকরূহ
(৩১৯) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু বাকর রা.র সাথে মুসলিমদের গুরুত্বপূর্ণ বিষয়ে রাত জেগে কথাবার্তা বলতেন এবং আমিও তাঁদের সাথে থাকতাম।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يسمر مع أبي بكر في الأمر من أمر المسلمين وأنا معهما
tahqiq

তাহকীক: