ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩১৭
ইশার আগে ঘুমানো ও পরে গল্প করা মাকরূহ
(৩১৭) আবু বারযাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইশার আগে ঘুমানো এবং ইশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন।
عن أبي برزة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, অর্থাৎ ইশার পরে অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট করা মাকরূহ । তবে প্রয়োজনীয় কথাবার্তা বলা যেতে পারে। নিম্নের হাদীস থেকে তা বোঝা যায় ।
