ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩১৮
ইশার আগে ঘুমানো ও পরে গল্প করা মাকরূহ
(৩১৮) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শুধুমাত্র নফল সালাত আদায়কারী বা মুসাফির ছাড়া আর কারো জন্য সালাতের পরে, অর্থাৎ ইশার সালাতের পরে আর কোনো রাত্রিজাগরণমূলক কথাবার্তা নেই।
عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا: لا سمر بعد الصلاة يعني العشاء الآخرة إلا لمصل أو مسافر
