ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩১৯
ইশার আগে ঘুমানো ও পরে গল্প করা মাকরূহ
(৩১৯) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু বাকর রা.র সাথে মুসলিমদের গুরুত্বপূর্ণ বিষয়ে রাত জেগে কথাবার্তা বলতেন এবং আমিও তাঁদের সাথে থাকতাম।
عن عمر رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يسمر مع أبي بكر في الأمر من أمر المسلمين وأنا معهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩১৯ | মুসলিম বাংলা