ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩২৬
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৬) উবাই ইবন কা'ব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সালাতের জামাআত সম্পর্কে বলেছেন, জামাআতের লোকসংখ্যা যত বৃদ্ধি পাবে ততই তা আল্লাহর নিকট অধিকতর প্রিয় হবে।
عن أبي بن كعب رضي الله عنه في الجماعة مرفوعا: ما كثرت فهو أحب إلى الله عز وجل

হাদীসের ব্যাখ্যা:

সাধারণভাবে ফজরের সালাত দেরি করে বা আলোকিত করে পড়লে জামাআতে লোকসংখ্যা বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ (ﷺ) নিজে সাধারণত আঁধার থাকতেই ফজরের সালাত আদায় করতেন। কারণ তাঁর যুগের মানুষ অত্যন্ত কর্মঠ ছিলেন। এছাড়া সাহাবিগণ তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত ছিলেন। এজন্য ফজরের সালাত ওয়াক্তের শুরুতে আঁধার থাকতে আদায় করলেও উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা ছিল না। রাসূলুল্লাহ (ﷺ) জেনেছিলেন যে, ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়বে এবং মানুষের মধ্যে দুর্বলতা বাড়বে, এজন্য তিনি উম্মাতকে আলোকিত করে ফজরের সালাত আদায় করতে উৎসাহ প্রদান করেছেন, যেন জামাআতের উপস্থিতি বৃদ্ধি পায়। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৩২৬ | মুসলিম বাংলা