ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩২৫
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৫) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, মুহাম্মাদ (ﷺ) এর সাহাবিগণ ফজরের সালাত আলোকিত করে আদায় করার বিষয়ে যেরূপ ইজমা' বা ঐকমত্য পোষণ করেছেন এরূপ আর কোনো বিষয়ে তারা একমত হন নি।
عن إبراهيم قال: ما أجمع أصحاب محمد صلى الله عليه وسلم على شيء ما أجمعوا على التنوير بالفجر

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, ফজরের সালাত পুরোপুরি ফর্সা হওয়ার পরে বা আলোকিত করে আদায় করলে সাওয়াব বেশি হওয়ার কারণ এতে জামাআতে উপস্থিতি বৃদ্ধি পায় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান