ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩২৭
বিতরের সময়
(৩২৭) আবু বাসরাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদেরকে একটি সালাত বাড়িয়ে দিয়েছেন, তা হল বিতর। অতএব তোমরা সালাতুল ইশা ও সালাতুল ফজরের মধ্যবর্তী সময়ে তা আদায় করবে ।
عن أبي بصرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: إن الله زادكم صلاة وهي الوتر فصلوها فيما بين صلاة العشاء إلى صلاة الفجر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩২৮
বিতরের সময়
(৩২৮) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি শেষ রাত্রে উঠতে পারবে না বলে ভয় পায় সে যেন প্রথম রাতে বিতর আদায় করে নেয়। আর যে ব্যক্তির আশা আছে যে, শেষ রাত্রে উঠতে পারবে সে যেন শেষ রাত্রে বিতর আদায় করে। কারণ শেষ রাতের সালাতে ফিরিশতাগণ উপস্থিত থাকেন এবং শেষ রাতের বিতরই উত্তম।
عن جابر رضي الله عنه مرفوعا: من خاف أن لا يقوم من آخر الليل فليوتر أوله ومن طمع أن يقوم آخره فليوتر آخر الليل فإن صلاة آخر الليل مشهودة وذلك أفضل

তাহকীক:
তাহকীক চলমান