ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ২৬০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একটি পুত্রশিশুকে আনয়ন করা হয়। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে । তখন তিনি পানি চেয়ে নেন এবং পেশাবের উপর পানি ঢেলে দেন।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها أنها قالت: أتي رسول الله صلى الله عليه وسلم بصبي فبال على ثوبه فدعا بماء فأتبعه إياه
তাহকীক:
হাদীস নং: ২৬১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট শিশুদের আনয়ন করা হত এবং তিনি তাদের জন্য দুআ করতেন। একবার এক শিশুপুত্রকে তাঁর নিকট আনয়ন করা হলে সে তার দেহে পেশাব করে দেয়। তখন তিনি বলেন, এর উপর বেশী করে পানি ঢেলে দাও।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم وإنه أتي بصبي فبال عليه فقال رسول الله صلى الله عليه وسلم صبوا عليه الماء صبا
তাহকীক:
হাদীস নং: ২৬২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬২) (নবী পত্নী মাইমূনা রা.র বোন এবং নবীজি (ﷺ) এর চাচা আব্বাস রা.র স্ত্রী) উম্মুল ফাদল লুবাবা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শিশু পুত্রের পেশাবের উপর পানি ঢেলে দিতে হয় এবং শিশু কন্যার পেশাব ধৌত করতে হয়।
كتاب الطهارة
عن أم الفضل رضي الله عنها مرفوعا: إنما يصب على بول الغلام ويغسل بول الجارية
তাহকীক:
হাদীস নং: ২৬৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬৩) আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পুত্রশিশুর পেশাবের উপর পানি ছিটিয়ে দিতে হবে এবং কন্যাশিশুর পেশাব ধৌত করতে হবে।
كتاب الطهارة
عن علي رضي الله عنه مرفوعا: بول الغلام ينضح عليه وبول الجارية يغسل
তাহকীক:
হাদীস নং: ২৬৪
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬৪) আবুস সামহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কন্যাশিশুর পেশাব ধৌত করতে হয় আর পুত্রশিশুর পেশাবে পানি ছিটিয়ে দিতে হয় ।
كتاب الطهارة
عن أبي السّمح رضي الله عنه مرفوعا: يغسل من بول الجارية ويرش من بول الغلام
তাহকীক:
হাদীস নং: ২৬৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬৫) উম্মু কাইস বিনতু মিহসান রা. বলেন, তার এক শিশুপুত্র রাসূলুল্লাহ (ﷺ) এর পোশাকে পেশাব করে। তখন তিনি পানি চেয়ে নিয়ে পেশাবের উপর ছিটিয়ে দেন কিন্তু তিনি কাপড়টি ধৌত করেন না।
كتاب الطهارة
عن أم قيس بنت محصن رضي الله عنها أن ابنا لها بال على ثوب رسول الله صلى الله عليه وسلم فدعا بماء فنضحه ولم يغسله. وزاد مسلم: غسلا
তাহকীক: