ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৬
হালাল জীব-জানোয়ারের লালা পবিত্র
(২৬৬) আমর ইবন খারিজা রা. বলেন, নবী (ﷺ) তাঁর উটের উপরে বসে বক্তৃতা প্রদান করছিলেন। এসময়ে আমি তাঁর উটের গলার নীচে ছিলাম । উটটি জাবর কাটছিল এবং তার লালা গড়িয়ে আমার কাঁধের উপর পড়ছিল ।
عن عمرو بن خارجة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم خطب على ناقته وأنا تحت جرانها وهي تقصع بجرتها وإن لعابها يسيل بين كتفي

তাহকীক:
তাহকীক চলমান