ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৭
মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পেছনে রাখার বিধান ও যে সকল দ্রব্য দিয়ে ইসতিনজা করা বৈধ নয়
(২৬৭) আবু আইউব আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মলমূত্র ত্যাগকালে কিবলাকে সামনে রাখবে না বা পেছনে রাখবে না। বরং পূর্ব বা পশ্চিম দিকে মুখ করবে। আবু আইউব রা. বলেন,এরপর আমরা যখন সিরিয়ায় গমন করলাম তখন দেখলাম সেখানকার শৌচাগারগুলো কিবলার দিকে মুখ করে তৈরী করা তখন আমরা সেগুলোর মধ্যে ঘুরে বসতাম এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম।
عن أبي أيوب الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا. قال أبو أيوب: فقدمنا الشام فوجدنا مراحيض بنيت قبل القبلة فننحرف ونستغفر الله تعالى

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৬৮
মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পেছনে রাখার বিধান ও যে সকল দ্রব্য দিয়ে ইসতিনজা করা বৈধ নয়
(২৬৮) সালমান ফারসি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিষেধ করেছেন, মলমূত্র ত্যাগের সময় কিবলাকে সামনে রাখতে, ডানহাত দিয়ে শৌচকর্ম করতে, তিনটির কম পাথর দিয়ে শৌচকর্ম সম্পন্ন করতে এবং ঘুটে বা হাড় দিয়ে শৌচ করতে।
عن سلمان رضي الله عنه: لقد نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة لغائط أو بول أو أن نستنجي باليمين أو أن نستنجي بأقل من ثلاثة أحجار أو أن نستنجي برجيع أو بعظم

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:২৬৯
মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পেছনে রাখার বিধান ও যে সকল দ্রব্য দিয়ে ইসতিনজা করা বৈধ নয়
(২৬৯) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কিবলা সামনে রেখে মূত্রত্যাগ করতে নিষেধ করেছিলেন। অতঃপর তাঁর ইন্তিকালের এক বছর পূর্বে তাঁকে কিবলাকে সামনে রাখতে দেখলাম।
عن جابر رضي الله عنه قال: نهى النبي صلى الله عليه وسلم أن تستقبل القبلة ببول فرأيته قبل أن يقبض بعام يستقبلها

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৭০
মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পেছনে রাখার বিধান ও যে সকল দ্রব্য দিয়ে ইসতিনজা করা বৈধ নয়
(২৭০) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, আমি দেখি যে, রাসূলুল্লাহ (ﷺ) কিবলার দিকে পেছন ফিরে তাঁর প্রাকৃতিক প্রয়োজন সারছেন।
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يقضي حاجته مستدبر القبلة

তাহকীক:
তাহকীক চলমান
