ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ২৫৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পেশাবের বিষয়ে কড়াকড়ি করা ও হালাল জীবজন্তুর পেশাবের বিধান
(২৫৬) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পেশাব থেকে আত্মরক্ষা করবে; কারণ কবরে সর্বপ্রথম এ বিষয়েই বান্দার হিসাব নেওয়া হবে।
كتاب الطهارة
عن أبي أمامة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا البول فإنه أول ما يحاسب به العبد في القبر
তাহকীক:
হাদীস নং: ২৫৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পেশাবের বিষয়ে কড়াকড়ি করা ও হালাল জীবজন্তুর পেশাবের বিধান
(২৫৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পেশাব থেকে পবিত্র থাকবে; কারণ কবরের আযাব সাধারণত এর কারণে হয়।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: استنزهوا من البول فإن عامة عذاب القبر منه
তাহকীক:
হাদীস নং: ২৫৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পেশাবের বিষয়ে কড়াকড়ি করা ও হালাল জীবজন্তুর পেশাবের বিধান
(২৫৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কবরের অধিকাংশ আযাবই পেশাবের কারণে।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: أكثر عذاب القبر من البول
তাহকীক:
হাদীস নং: ২৫৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পেশাবের বিষয়ে কড়াকড়ি করা ও হালাল জীবজন্তুর পেশাবের বিধান
(২৫৯) আনাস ইবন মালিক রা. বলেন, উক্ল বা উরাইনা গোত্রের কিছু মানুষ মদীনায় আগমন করে। মদীনার আবহাওয়া তাদের সহ্য হয় না (তারা অসুস্থ হয়ে পড়ে)। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে মদীনার উপকণ্ঠে চারণভূমিতে যাকাতের উটের নিকট গিয়ে উটের দুধ ও পেশাব পানের অনুমতি প্রদান করেন।
كتاب الطهارة
عن أنس بن مالك رضي الله عنه قال: قدم أناس من عكل عرينة فاجتووا المدينة فرخص لهم رسول الله صلى الله عليه وسلم أن يأتوا إبل الصدقة فيشربوا من ألبانها وأبوالها
তাহকীক: