ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৬৪
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬৪) আবুস সামহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কন্যাশিশুর পেশাব ধৌত করতে হয় আর পুত্রশিশুর পেশাবে পানি ছিটিয়ে দিতে হয় ।
عن أبي السّمح رضي الله عنه مرفوعا: يغسل من بول الجارية ويرش من بول الغلام

হাদীসের ব্যাখ্যা:

[গ্রন্থকার টীকায় বলেছেন, যাহাবি হাদীসটিকে সহীহ বলেছেন। এছাড়া বুখারি, ইবনুল আসীর, আলবানি, শুআইব আরনাউত, ইসলাম মানসুর, তামীমি প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে সহীহ বা হাসান বলেছে। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৪ | মুসলিম বাংলা