মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫১৩৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২১. তৃতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩৪। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তুমি মাযলুমের বদ্-দো'আ হইতে নিজেকে বাঁচাইয়া রাখ। কেননা, সে আল্লাহর দরবারে নিজের হক প্রার্থনা করে। অথচ আল্লাহ্ তা'আলা কোন হকদারকে তাহার হক হইতে বঞ্চিত করেন না।
كتاب الآداب
وَعَنْ عَلِيٍّ

قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَدَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّمَا يَسْأَلُ اللَّهَ تَعَالَى حَقَّهُ وَإِنَّ اللَّهَ لَا يَمْنَعُ ذَا حق حَقه»
হাদীস নং: ৫১৩৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২১. তৃতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩৫। হযরত আওস ইবনে শোরাহবীল (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছেনঃ যে ব্যক্তি কোন যালিমের শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে তাহার সঙ্গে চলে; অথচ সে জানে যে, ঐ ব্যক্তি যালিম, তখন সে ইসলাম হইতে বাহির হইয়া গেল।
كتاب الآداب
وَعَن أوْسِ

بن شَرحبيل أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ مَشَى مَعَ ظَالِمٍ لِيُقَوِّيَهُ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ ظَالِمٌ فَقَدْ خَرَجَ مِنَ الْإِسْلَام»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৩৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২১. তৃতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি জনৈক ব্যক্তিকে বলিতে শুনেনঃ যালিম একমাত্র নিজেরই ক্ষতি করিয়া থাকে। ইহা শুনিয়া হযরত আবু হুরায়রা (রাঃ) বলিলেন, হ্যাঁ, আল্লাহর কসম। (তুমি ঠিকই বলিয়াছ তবে যালিমের অত্যাচারের অভিশাপে এমনকি সারস পাখীও নিজের বাসায় কাতর অবস্থায় মৃত্যুবরণ করে। —হাদীস চারটি বায়হাকী শো'আবুল ঈমানে
كتاب الآداب
وَعَنْ أَبِي

هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقُولُ: إِنَّ الظَّالِمَ لَا يَضُرُّ إِلَّا نَفْسَهُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: بَلَى وَاللَّهِ حَتَّى الْحُبَارَى لَتَمُوتُ فِي وَكْرِهَا هُزْلًا لِظُلْمِ الظَّالِمِ. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীস নং: ৫১৩৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২২. প্রথম অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৩৭। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ তোমাদের মধ্য হইতে যে কেহ কোন মন্দ কাজ হইতে দেখে, সে যেন উহাকে অবশ্যই স্বহস্তে পরিবর্তন করিয়া দেয়। যদি এই ক্ষমতা না থাকে, তখন নিজের মুখ দ্বারা (উহার প্রতিবাদ করিবে ;) আর যদি এই ক্ষমতাও না থাকে তবে নিজের অন্তরে উহাকে খারাপ জানিবে। আর ইহা হইল ঈমানের দুর্বলতম স্তর। —মুসলিম
كتاب الآداب
بَابُ الْأَمْرِ بِالْمَعْرُوْفِ: الْفَصْل الأول
عَن أبي سعيدٍ الخدريِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فبقلبه وَذَلِكَ أَضْعَف الْإِيمَان» . رَوَاهُ مُسلم