মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৫১৩৮
details icon

পরিচ্ছেদঃ ২২. প্রথম অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৩৮। হযরত নোমান ইবনে বাশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ্ তা'আলার নির্ধারিত বিধানে অবহেলাকারী ও উহাতে পতিত ব্যক্তির দৃষ্টান্ত এমন সম্প্রদায়ের ন্যায়, যাহারা একটি জাহাজে লটারীর মাধ্যমে নিজেদের স্থান নির্ধারণ করিল। তদনুযায়ী কাহারও স্থান উহার নীচের তলায় এবং কাহারও উপরের তলায় পড়িল। (কিন্তু উহাতে পানির ব্যবস্থা রহিয়াছে উপরের তলায় ;) আর নীচের লোকেরা পানির জন্য উপরের লোকদের নিকট গমনাগমন করিলে তাহাদের অসুবিধা ঘটে। তাই নীচের এক ব্যক্তি একখানা কুঠার লইল এবং উহা দ্বারা জাহাজের তলা ছিদ্র করিতে লাগিল। এই সময় উপরের লোকেরা আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার কি হইয়াছে? সে বলিল, আমার দরুন তোমরা কষ্ট পাইতেছ। অথচ আমারও পানির একান্ত প্রয়োজন। (তাই ইহা ছিদ্র করিয়া সাগর হইতে পানি লওয়ার ইচ্ছা করিয়াছি।) এই অবস্থায় যদি তাহারা ঐ ব্যক্তির হস্তদ্বয় ধরিয়া ফেলে তবে তাহাকেও রক্ষা করিবে এবং নিজেরাও রক্ষা পাইবে। আর যদি তাহাকে তাহার কাজে ছাড়িয়া দেয়, তবে তাহাকেও ধ্বংস করিবে এবং নিজেরাও ধ্বংস হইবে। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫১৩৯
details icon

পরিচ্ছেদঃ ২২. প্রথম অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৩৯। হযরত উসামা ইবনে যায়েদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনিয়া দোযখে নিক্ষেপ করা হইবে। ইহাতে তাহার নাড়ি-ভুঁড়ি আগুনে বাহির হইয়া পড়িবে এবং গাধা যেমন আটা পিষার সময় চাক্কির চতুষ্পার্শ্বে ঘুরিতে থাকে অনুরূপভাবে সেও উহার (নাড়ি-ভুড়ির) চারিপার্শ্বে ঘুরিতে থাকিবে। এই সময় দোযখবাসীরা তাহার নিকট জমায়েত হইয়া জিজ্ঞাসা করিবে হে অমুক! তোমার ব্যাপার কি? তুমি না আমাদিগকে ভাল কাজের আদেশ করিতে এবং খারাপ কাজ হইতে নিষেধ করিতে? সে বলিবে, আমি তোমাদিগকে ভাল কাজের আদেশ করিতাম বটে; কিন্তু নিজে তাহা করিতাম না। আর তোমাদিগকে খারাপ কাজ হইতে নিষেধ করিতাম বটে নিন উহাতে লিপ্ত হইতাম। – মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫১৪০
details icon

পরিচ্ছেদঃ ২২. দ্বিতীয় অনুচ্ছেদ - ভালো কাজের আদেশ
৫১৪০। হযরত হোযাইফা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ সেই সত্তার কসম যাঁহার হাতে আমার প্রাণ। তোমরা অবশ্যই ভাল কাজের আদেশ দিবে এবং খারাপ কাজ হইতে নিষেধ করিবে। নতুবা অনতিবিলম্বেই আল্লাহ্ তা'আলা নিজের পক্ষ হইতে তোমাদের উপর আযাব প্রেরণ করিবেন। অতঃপর তোমরা (আযাব মুক্তির জন্য) তাঁহার নিকট দো'আ করিবে, কিন্তু তোমাদের দো'আ কবুল করা হইবে না। —তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান