মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১৩৬
২১. তৃতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১৩৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি জনৈক ব্যক্তিকে বলিতে শুনেনঃ যালিম একমাত্র নিজেরই ক্ষতি করিয়া থাকে। ইহা শুনিয়া হযরত আবু হুরায়রা (রাঃ) বলিলেন, হ্যাঁ, আল্লাহর কসম। (তুমি ঠিকই বলিয়াছ তবে যালিমের অত্যাচারের অভিশাপে এমনকি সারস পাখীও নিজের বাসায় কাতর অবস্থায় মৃত্যুবরণ করে। —হাদীস চারটি বায়হাকী শো'আবুল ঈমানে
وَعَنْ أَبِي

هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقُولُ: إِنَّ الظَّالِمَ لَا يَضُرُّ إِلَّا نَفْسَهُ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: بَلَى وَاللَّهِ حَتَّى الْحُبَارَى لَتَمُوتُ فِي وَكْرِهَا هُزْلًا لِظُلْمِ الظَّالِمِ. رَوَى الْبَيْهَقِيُّ الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ فِي «شُعَبِ الْإِيمَانِ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবু হুরায়রা (রাঃ)-এর কথার তাৎপর্য হইল, তাহার নিজের ক্ষতি তো হয়ই, তবে অন্যের উপরও ইহার অভিশাপ পড়ে, এমনকি ব্যাপক যুলুমের কারণে দেশে দুর্ভিক্ষ, অনাহার বিরাজ করে। যাহার ফলে পাখী পর্যন্ত খাদ্যাভাবে নিজের বাসায় কাতর অবস্থায় মৃত্যুবরণ করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫১৩৬ | মুসলিম বাংলা