মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১১ টি

হাদীস নং: ৪৬৮১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮১। হযরত আবু উমামা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ রোগীর পূর্ণ শুশ্রূষা হইল— তোমাদের কাহারও হাত তাহার কপালে অথবা হাতের উপরে রাখিয়া জিজ্ঞাসা করিবে সে কেমন আছে? আর তোমাদের সালামের পূর্ণতা হইল মুসাফাহা করা। —আহ্মদ ও তিরমিযী। অবশ্য তিরমিযী হাদীসটিকে যঈফ বলিয়াছেন।
كتاب الآداب
وَعَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ: تَمَامُ عِيَادَةِ الْمَرِيضِ أَنْ يَضَعَ أَحَدُكُمْ يَدَهُ عَلَى جَبْهَتِهِ أَوْ عَلَى يَدِهِ فَيَسْأَلَهُ: كَيْفَ هُوَ؟ وَتَمَامُ تَحِيَّاتِكُمْ بَيْنَكُمُ الْمُصَافَحَةُ . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَضَعفه
হাদীস নং: ৪৬৮২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮২। হযরত আয়েশা (রাঃ) বলেনঃ হযরত যায়েদ ইবনে হারেসা (অভিযান শেষে ) মদীনায় আগমন করিলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার ঘরেই ছিলেন। যায়েদ আসিয়া ঘরের দরওয়াজায় টোকা দিতেই রাসুলুল্লাহ্ (ﷺ) খালি গায়ে চাদর টানিতে টানিতে তাহার উদ্দেশ্যে উঠিয়া দাঁড়াইলেন। হযরত আয়েশা (রাঃ) বলেন, আল্লাহর কসম। ইহার আগে বা পরে আমি আর কোন দিন তাঁহাকে এইভাবে খালি গায়ে দেখি নাই। অতঃপর তিনি তাহার সহিত গলাগলি করিলেন এবং তাহাকে চুম্বন দিলেন। —তিরমিযী
كتاب الآداب
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَدِمَ زَيْدُ بْنُ حَارِثَةَ الْمَدِينَةَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي فَأَتَاهُ فَقَرَعَ البابَ فقامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرْيَانًا يَجُرُّ ثَوْبَهُ وَاللَّهِ مَا رَأَيْتُهُ عُرْيَانًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ فَاعْتَنَقَهُ وَقَبَّلَهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীস নং: ৪৬৮৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৩। আইউব ইবনে বুশাইর (রঃ) আনাযা গোত্রীয় এক ব্যক্তি হইতে বর্ণনা করিয়া ছেন। তিনি বলেন, আমি হযরত আবু যার (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আপনাদের সহিত সাক্ষাৎ করিতেন তখন কি মুসাফাহা করিতেন? তিনি বলিলেন, আমি যখনই তাঁহার সহিত সাক্ষাৎ করিয়াছি তিনি তখনই আমার সহিত মুসাফাহা করিয়াছেন। একদা তিনি আমাকে ডাকিয়া পাঠাইলেন, কিন্তু আমি গৃহে ছিলাম না, পরে যখন আমি আসিলাম তখন আমাকে সংবাদটি জানানো হইল এবং আমি সঙ্গে সঙ্গেই তাঁহার খেদমতে উপস্থিত হইলাম। সেই সময় তিনি খাটের উপরে বসা ছিলেন। তখন তিনি আমাকে জড়াইয়া ধরিলেন এবং ইহা ছিল অতি উত্তম! অতি উত্তম !! –আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ أَيُّوبَ بْنِ بُشَيْرٍ عَنْ رَجُلٍ مِنْ عَنَزةَ أنَّه قَالَ: قُلْتُ لِأَبِي ذَرٍّ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ؟ قَالَ: مَا لَقِيتُهُ قَطُّ إِلَّا صَافَحَنِي وَبَعَثَ إِلَيَّ ذَاتَ يَوْمٍ وَلَمْ أَكُنْ فِي أَهْلِي فَلَمَّا جِئْتُ أُخْبِرْتُ فَأَتَيْتُهُ وَهُوَ عَلَى سَرِيرٍ فَالْتَزَمَنِي فَكَانَتْ تِلْكَ أَجْوَدَ وَأَجْوَدَ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৬৮৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৪। হযরত ইকরামা ইবনে আবু জাহল (রাঃ) বলেনঃ যেই দিন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে, উপস্থিত হই তখন তিনি (আমাকে দেখিয়া ) বলি লেনঃ ‘হিজরতকারী সওয়ারের প্রতি মুবারকবাদ'। – তিরমিযী
كتاب الآداب
وَعَن عكرمةَ بن أبي جهلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ جِئْتُهُ: «مَرْحَبًا بِالرَّاكِبِ الْمُهَاجِرِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীস নং: ৪৬৮৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৫। হযরত উসাইদ ইবনে হুযাইর (রাঃ) — যিনি ছিলেন আনসার গোত্রীয় তার সম্পর্কে বর্ণনাকারী বলেন, একদা তিনি লোকদের মধ্যে গল্প-গুজব করিতেছিলেন এবং তাহার স্বভাবে হাসি-ঠাট্টা ছিল, কাজেই তিনি লোকদেরকে হাসাইতে ছিলেন। এমন সময় নবী (ﷺ) এক খণ্ড কাঠি দ্বারা তাহার কোমরে খোচা দিলেন। তখন উসাইদ বলিলেন, আপনি আমাকে খোঁচা দিয়াছেন। সুতরাং আমাকে উহার প্রতিশোধ গ্রহণ করার সুযোগ দিন। তিনি বলিলেনঃ প্রতিশোধ গ্রহণ কর। উসাইদ বলিলেন, আপনার গায়ে তো জামা আছে অথচ আমার গায়ে জামা নাই। তখন নবী (ﷺ) গায়ের জামাটি তুলিয়া ধরিলেন। অমনি হযরত উসাইদ (রাঃ) তাঁহাকে জড়াইয়া ধরিলেন এবং তাঁহার পাশে চুম্বন দিতে লাগিলেন। আর বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। ইহাই আমার ইচ্ছা ছিল। — আবু দাউদ
كتاب الآداب
وَعَن أُسَيدِ بن حُضَيرٍ - رَجُلٌ مِنَ الْأَنْصَارِ - قَالَ: بَيْنَمَا هُوَ يُحَدِّثُ الْقَوْمَ - وَكَانَ فِيهِ مُزَاحٌ - بَيْنَا يُضْحِكُهُمْ فَطَعَنَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَاصِرَتِهِ بِعُودٍ فَقَالَ: أَصْبِرْنِي. قَالَ: «أَصْطَبِرُ» . قَالَ: إِنَّ عَلَيْكَ قَمِيصًا وَلَيْسَ عَلَيَّ قَمِيصٌ فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَمِيصِهِ فَاحْتَضَنَهُ وَجَعَلَ يُقَبِّلُ كَشْحَهُ قَالَ: إِنَّمَا أَرَدْتُ هَذَا يَا رسولَ الله. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৮৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৬। আমের শা'বী (রঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) হযরত জা'ফর ইবনে আবু তালিবের সহিত সাক্ষাতের সময় তাহাকে জড়াইয়া ধরিলেন এবং তাহার চক্ষু দ্বয়ের মাঝখানে চুম্বন দিলেন। –আবু দাউদ, বায়হাকী। ইমাম বায়হাকী শো'আবুল ঈমানে অত্র হাদীসটিকে মুরসাল হিসাবে বর্ণনা করিয়াছেন। আর মাসাবীহ্-এর কোন কোন কপিতে এবং শরহে সুন্নতে ‘বায়াযী’ হইতে মুত্তাসিল হিসাবে বর্ণিত হইয়াছে। ('বায়াযী' দ্বারা বায়াযা ইবনে আমের ইবনে যুরাইকের বংশধর বুঝানো হয়। তিনি হইলেন, আব্দুল্লাহ্ ইবনে জাবের আনসারী [রাঃ]।)
كتاب الآداب
وَعَنِ

الشَّعْبِيِّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَلَقَّى جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَالْتَزَمَهُ وقبَّلَ مابين عَيْنَيْهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» مُرْسَلًا

وَفِي بَعْضِ نُسَخِ «الْمَصَابِيحِ» وَفِي «شرح السّنة» عَن البياضي مُتَّصِلا
হাদীস নং: ৪৬৮৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৭। হযরত জা'ফর ইবনে আবু তালিব (রাঃ) হাবশা মুলক হইতে তাঁহার প্রত্যাবর্তন-ঘটনা প্রসঙ্গে বলেন, আমরা (হাবশা হইতে) রওয়ানা করিলাম, অবশেষে মদীনায় আসিয়া পৌঁছিলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমার সহিত সাক্ষাৎ করিলেন এবং আমার সাথে মু'আনাকা করিলেন। অতঃপর বলিলেনঃ আমি বলিতে পারিতেছি না যে, খায়বর বিজয় আমার নিকট বেশী আনন্দদায়ক, না কি জা'ফরের আগমন ? ঘটনাক্রমে খায়বর বিজয়ের সময় হযরত জাফরের প্রত্যাবর্তন হইয়াছিল।
كتاب الآداب
وَعَنْ

جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ فِي قِصَّةِ رُجُوعِهِ مِنْ أَرْضِ الْحَبَشَةِ قَالَ: فَخَرَجْنَا حَتَّى أَتَيْنَا الْمَدِينَةَ فَتَلَقَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاعْتَنَقَنِي ثُمَّ قَالَ: مَا أَدْرِي: أَنَا بِفَتْحِ خَيْبَرَ أَفْرَحُ أَمْ بِقُدُومِ جَعْفَرٍ؟ «. وَوَافَقَ ذَلِكَ فَتْحَ خَيْبَرَ. رَوَاهُ فِي» شَرْحِ السّنة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৬৮৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৮। হযরত যারে' (রাঃ) হইতে বর্ণিত, তিনি আব্দুল কায়েস গোত্রীয় প্রতিনিধি দের দলভুক্ত ছিলেন। তিনি বলেন, আমরা যখন মদীনায় আগমন করি তখন তাড়াহুড়া করিয়া নিজেদের সওয়ারী হইতে অবতরণ করিলাম এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হাতে ও পায়ে চুম্বন করিলাম। – আবু দাউদ
كتاب الآداب
وَعَن زارع

وَكَانَ فِي وَفْدِ عَبْدِ الْقَيْسِ قَالَ: لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ فَجَعَلْنَا نَتَبَادَرُ مِنْ رَوَاحِلِنَا فَنُقَبِّلُ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرجله. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৬৮৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৮৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, আচার-আচরণে, চাল-চলনে এবং মহৎ চরিত্রে, অপর এক রেওয়ায়তে আছে—আলাপ-আলোচনায় ও কথাবার্তায় ফাতিমা (রাঃ) অপেক্ষা অন্য কাহাকেও আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত অধিক সাদৃশ্যপূর্ণ দেখিতে পাই নাই। ফাতিমা যখনই তাহার নিকটে আসিতেন তখন তিনি দাঁড়াইয়া তাঁহার হাত ধরিয়া চুম্বন করিতেন এবং নিজের আসনে বসাইতেন। আর যখনই নবী (ﷺ) তাঁহার কাছে যাইতেন তখন তিনিও তাঁহার জন্য দাঁড়াইয়া তাঁহার হাতখানা ধরিয়া উহাতে চুম্বন করিতেন এবং তাঁহাকে নিজের আসনে বসাইতেন। – আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ

عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ سَمْتًا وَهَدْيًا وَدَلًّا. وَفِي رِوَايَةٍ حَدِيثًا وَكَلَامًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ فَاطِمَةَ كَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ إِلَيْهَا فَأَخَذَ بِيَدِهَا فَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ وَكَانَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ إِلَيْهِ فَأَخَذَتْ بِيَدِهِ فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِي مجلسِها. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৬৯০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯০। হযরত বারা ইবনে আযিব (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) (কোন এক যুদ্ধ হইতে) সর্বপ্রথম মদীনায় আগমন করিলে আমি তাহার সহিত (তাঁহার গৃহে প্রবেশ করিলাম। এই সময় তাঁহার কন্যা আয়েশা জ্বরে আক্রান্ত হইয়া শুইয়া ছিলেন। হযরত আবু বকর তাহার কাছে যাইয়া জিজ্ঞাসা করিলেন, হে বৎস! তুমি কি অবস্থায় আছ ? এই বলিয়া তিনি তাহার গালে চুম্বন করিলেন। –আবু দাউদ
كتاب الآداب
وَعَن البراءِ

قَالَ: دَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أولَ مَا قدمَ المدينةَ فَإِذا عَائِشَة مُضْطَجِعَة قد أصابتها حُمَّى فَأَتَاهَا أَبُو بَكْرٍ فَقَالَ: كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ؟ وَقَبَّلَ خَدَّهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীস নং: ৪৬৯১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) -এর কাছে একটি শিশু আনা হইল, তিনি শিশুটিকে চুম্বন করিলেন অতঃপর বলিলেনঃ তোমরা জানিয়া রাখ! এই সমস্ত শিশুরাই হইল কার্পণ্যতা ও ভীরুতার কারণ। এবং তাহারা হইল আল্লাহ্ তা'আলার দেওয়া সুগন্ধি। — শরহে সুন্নাহ্
كتاب الآداب
وَعَنْ عَائِشَةَ

رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِصَبِيٍّ فَقَبَّلَهُ فَقَالَ: «أَمَا إِنَّهُمْ مَبْخَلَةٌ مَجْبَنَةٌ وَإِنَّهُمْ لَمِنْ ريحَان الله» . رَوَاهُ فِي «شرح السّنة»