মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৬৯২

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯২। হযরত ইয়া'লা (রাঃ) বলেন, একদিন হাসান ও হোছাইন (রাঃ) দৌড়াইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিলেন। তখন তিনি তাহাদের দুই জনকেই জড়াইয়া ধরিলেন এবং বলিলেনঃ সন্তান হইল কার্পণ্যতা ও কাপুরুষতার কারণ। – আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৬৯৩

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯৩। আ’তা খোরাসানী (রাযিয়াল্লাহু আনহু) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা পরস্পর মুসাফাহা কর, ইহাতে অন্তরের হিংসা-বিদ্বেষ দূরীভূত হইয়া যাইবে। আর পরস্পরের মধ্যে হাদিয়া আদান-প্রদান কর, ইহাতে ভালবাসা বৃদ্ধি পাইবে এবং বৈরিতা বিদূরিত হইবে। —মালেক। ইমাম মালেক হাদীসটি মুরসাল হিসাবে রেওয়ায়ত করিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৬৯৪

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - করমর্দন ও আলিঙ্গন
৪৬৯৪। হযরত বারা ইবনে আযিব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি দ্বিপ্রহরের পূর্বে চার রাক'আত নামায আদায় করে, সে যেন তাহা ‘কদরের রাত্রে' আদায় করিল। আর দুই জন মুসলমান যখন পরস্পর মুসাফাহা করে, তখন তাহাদের সমস্ত গুনাহ্ ঝরিয়া যায়, ফলে কোন গুনাহ্ই অবশিষ্ট থাকে না । —বায়হাকী শোআবুল ঈমানে

তাহকীক:
তাহকীক চলমান