মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৬৯৫
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৬৯৫। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, যখন বনু কুরাইযা হযরত সা'দ ইবনে মুয়ায (রাঃ)-এর ফয়সালায় সম্মতি প্রকাশ করিল তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহাকে ডাকিয়া পাঠাইলেন। আর হযরত সা'দ হুযুরের (গৃহের নিকটেই অবস্থান করিতে ছিলেন। তিনি একটি গাধার উপরে সওয়ার হইয়াই আসিলেন। যখন তিনি মসজিদের নিকটে পৌঁছিলেন, তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদিগকে লক্ষ্য করিয়া বলিলেন: তোমরা তোমাদের সর্দারের প্রতি দাড়াইয়া যাও। –মোত্তাঃ। অত্র হাদীসের বিস্তারিত বর্ণনা ‘কয়েদীদের বিধান' সম্পর্কীয় অধ্যায়ে পূর্বেই বর্ণিত হইয়াছে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬৯৬
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৬৯৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ কোন ব্যক্তিকে তাহার বসার স্থান হইতে উঠাইয়া পরে নিজেই উক্ত স্থানে বসিয়া পড়িবে— এইরূপ করিবে না। বরং তোমরা স্থানটিকে প্রশস্ত ও বিস্তৃত করিয়া লইবে। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬৯৭
details icon

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৬৯৭। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার বসার স্থান হইতে (কোন প্রয়োজনে) উঠিয়া যায়, অতঃপর ঐ জায়গায় ফিরিয়া আসে, তখন সে তাহার ঐ স্থানটির অধিক হকদার। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬৯৮
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৬৯৮। হযরত আনাস (রাঃ) বলেন, সাহাবায়ে কেরামের নিকট রাসূলুল্লাহ্ (ﷺ) অপেক্ষা কোন ব্যক্তিই অধিক প্রিয় ছিলো না। অথচ তাঁহারা যখন তাঁহাকে দেখিতেন তখন দাঁড়াইতেন না। কেননা, তাঁহারা জানিতেন যে, তিনি ইহা পছন্দ করেন না। তিরমিযী। তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও সহীহ্ ।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬৯৯
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৬৯৯। হযরত মুয়াবিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি ইহাতে আনন্দ পায় যে, লোকজন তাহার জন্য দাঁড়ানো অবস্থায় স্থির হইয়া থাকুক, তবে সে যেন নিজের জন্য জাহান্নামে বাসস্থান নির্ধারণ করিয়া লয়। —আবু দাউদ ও তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৭০০
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০০। হযরত আবু উমামা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) লাঠিতে ভর করিয়া ঘর হইতে বাহিরে আসিলেন। আমরা তাঁহার সম্মানে উঠিয়া দাঁড়াইলাম। তখন তিনি বলিলেনঃ তোমরা (অমুসলিম) আ'জমী লোকদের ন্যায় দাড়াইও না। তাহারা এইভাবে দাঁড়াইয়া একে অপরকে সম্মান প্রদর্শন করে। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান