মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৭০১
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০১। হযরত সাঈদ ইবনে আবুল হাসান [(রঃ) হযরত হাসান বস্ত্রীর ভাই] বলেন, একদা হযরত আবু বাকরাহ্ (রাঃ) কোন এক বিষয়ে সাক্ষ্য প্রদানের জন্য আমাদের নিকট আগমন করিলেন। তখন এক ব্যক্তি তাঁহাকে বসানোর জন্য নিজের আসন হইতে উঠিয়া দাঁড়াইলেন। কিন্তু হযরত আবু বাক্বরাহ তথায় বসিতে অস্বীকার করিলেন এবং বলিলেন, নবী (ﷺ) ইহা হইতে নিষেধ করিয়াছেন এবং নবী (ﷺ) এমন ব্যক্তির কাপড় দ্বারা হাত মুছিতে নিষেধ করিয়াছেন যাহাকে সে কাপড় পরিধান করায় নাই। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৭০২
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০২। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বসিতেন এবং আমরাও তাঁহার চতুষ্পার্শ্বে বসা থাকিতাম, তখন তিনি (কোন প্রয়োজনে) উঠিয়া যাওয়ার সময় পুনরায় ফিরিয়া আসার ইচ্ছা থাকিলে নিজের জুতা কিংবা পরিধানের অন্য কিছু খুলিয়া রাখিয়া যাইতেন। ইহাতে সাহাবাগণ বুঝিতে পারিতেন যে, তিনি ফিরিয়া আসিবেন, ফলে তাহারাও স্বস্থানে বসিয়া থাকিতেন। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৭০৩
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, দুই জনকে ফাঁক করিয়া তাহাদের অনুমতি ব্যতীত উভয়ের মধ্যখানে বসা জায়েয নয়। – তিরমিযী ও আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৭০৪
details icon

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০৪। হযরত আমর ইবনে শো আইব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দুইজন লোকের মধ্যে তাহাদের অনুমতি ছাড়া বসিও না। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৭০৭
details icon

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭০৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কা'বা শরীফের আঙ্গিনায় নিজের উভয় হস্ত দ্বারা 'ইহতিবা' অবস্থায় বসিয়া থাকিতে দেখিয়াছি। বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান