মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৭০৫
details icon

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের সাথে মসজিদে বসিয়া কথাবার্তা বলিতেন। আর যখন তিনি উঠিয়া যাইতেন তখন আমরা দাঁড়াইয়া থাকিতাম, যে পর্যন্ত না আমরা দেখিতে পাইতাম যে, তিনি তাঁহার বিবিদের কাহারও ঘরে প্রবেশ করিয়াছেন। —বায়হাকী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৭০৬
details icon

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০৬। হযরত ওয়াসিলা ইবনে খাত্তাব (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিল, এসময় তিনি মসজিদে বসা ছিলেন। তাহার আগমনে রাসূলুল্লাহ্ (ﷺ) বসার স্থান হইতে কিছুটা সরিয়া বসিলেন। তখন লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ্ ! (আমার বসার জন্য) জায়গা তো প্রশস্তই আছে, (তবুও আপনি নড়াচড়া করিয়া কষ্ট করিলেন কেন ?) তখন নবী (ﷺ) বলিলেনঃ ইহা মুসলমানের হক, যখন তাহাকে তাহার কোন মুসলমান ভাই দেখিবে তখন সে তাহার জন্য কিছুটা সরিয়া জায়গা দিবে। —বায়হাকী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান