মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৭১০

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১০। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : কোন ব্যক্তি কখনও এইভাবে চিৎ হইয়া শুইবে না যে, এক পা খাড়া করিয়া অপর পা উহার উপরে রাখে। — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭১১

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: একদা এক ব্যক্তি নক্শাধারী দুইখানা চাদর পরিধান করিয়া অহংকারের সহিত চলিতেছিল। বস্তুতঃ তাহার আত্মগর্ব তাহাকে অহমিকায় ফেলিয়াছিল, ফলে তাহাকে যমীনে ধসাইয়া দেওয়া হয়, এখন সে কিয়ামত পর্যন্ত উহাতে প্রোথিত হইতে থাকিবে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭১২

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১২। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)কে বাম পার্শ্বে বালিশের উপর হেলান দেওয়া অবস্থায় দেখিয়াছি। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭১৩

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১৩। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মসজিদে বসিতেন তখন উভয় হাত দ্বারা ‘ইহতাবা” করিয়া বসিতেন। —রাযীন

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭১৪

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭১৪। হযরত কায়লা বিনতে মাখরামা (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে মসজিদে ‘কুরফুছা' অবস্থায় বসা দেখিয়াছেন। তিনি আরও বলেন, আমি যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এইরূপ বিনয়ী অবস্থায় দেখিলাম তখন ভয়-ভীতিতে আমি কাঁপিয়া উঠিলাম। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান