মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০ টি
হাদীস নং: ৪৭২১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২১। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন ব্যক্তিকে এইরূপ ছাদের উপর ঘুমাইতে নিষেধ করিয়াছেন যেখানে কোন ঘেরাও নাই। — তিরমিযী
كتاب الآداب
وَعَنْ جَابِرٍ
قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنَامَ الرَّجُلُ عَلَى سطحٍ لَيْسَ بمحجورٍ عَلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيّ
قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنَامَ الرَّجُلُ عَلَى سطحٍ لَيْسَ بمحجورٍ عَلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৪৭২২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২২। হযরত হোযাইফা (রাঃ) বলেন, মুহাম্মাদ (ﷺ)-এর ভাষায় সেই ব্যক্তি অভিশপ্ত যে মজলিসের মাঝখানে যাইয়া বসে। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الآداب
وَعَن
حذيفةَ قَالَ: مَلْعُونٌ عَلَى لِسَانِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَعَدَ وَسْطَ الْحَلْقَةِ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
حذيفةَ قَالَ: مَلْعُونٌ عَلَى لِسَانِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَعَدَ وَسْطَ الْحَلْقَةِ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪৭২৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৩। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সর্বোত্তম মজলিস উহাই যাহা প্রশস্ত হয়। –আবু দাউদ
كتاب الآداب
وَعَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الْمَجَالِسِ أَوْسَعُهَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
তাহকীক:
হাদীস নং: ৪৭২৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৪। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাশরীফ আনিলেন, এসময় সাহাবীগণ বসা ছিলেন। তিনি বলিলেনঃ ব্যাপার কি? আমি তোমাদিগকে বিক্ষিপ্ত অবস্থায় দেখিতেছি? –আবু দাউদ
كتاب الآداب
وَعَن
جَابر بن سَمُرَة قَالَ: جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ جُلُوسٌ فَقَالَ: «مَا لِي أَرَاكُمْ عِزينَ؟» . رَوَاهُ أَبُو دَاوُد
جَابر بن سَمُرَة قَالَ: جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ جُلُوسٌ فَقَالَ: «مَا لِي أَرَاكُمْ عِزينَ؟» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪৭২৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ ছায়ায় বসে এবং পরে তাহার উপর হইতে উহা সরিয়া যায়, ফলে তাহার শরীরের কিছু অংশ রৌদ্রে এবং কিছু অংশ ছায়ায় থাকে, তখন সে যেন তথা হইতে উঠিয়া যায়। –আবু দাউদ।
كتاب الآداب
وَعَنْ
أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الْفَيْء فقلص الظِّلُّ فَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظل فَليقمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الْفَيْء فقلص الظِّلُّ فَصَارَ بَعْضُهُ فِي الشَّمْسِ وَبَعْضُهُ فِي الظل فَليقمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪৭২৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৬। আর শরহে সুন্নায় আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেনঃ যদি তোমাদের কেহ ছায়ায় বসে, পরে তাহার উপর হইতে ছায়া সরিয়া যায়, তখন সে যেন অবশ্যই উক্ত স্থান হইতে উঠিয়া যায়। কেননা, উহা শয়তানের বসার স্থান। মা'মার উক্ত হাদীসটি অনুরূপভাবে মউকুফ হিসাবে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الآداب
وَفِي «
شرح السّنة» عَنهُ. قَالَ: «وَإِذا كَانَ أَحَدُكُمْ فِي الْفَيْءِ فَقَلَصَ عَنْهُ فَلْيَقُمْ فَإِنَّهُ مَجْلِسُ الشَّيْطَانِ» . هَكَذَا رَوَاهُ مَعْمَرٌ مَوْقُوفًا
شرح السّنة» عَنهُ. قَالَ: «وَإِذا كَانَ أَحَدُكُمْ فِي الْفَيْءِ فَقَلَصَ عَنْهُ فَلْيَقُمْ فَإِنَّهُ مَجْلِسُ الشَّيْطَانِ» . هَكَذَا رَوَاهُ مَعْمَرٌ مَوْقُوفًا
তাহকীক:
হাদীস নং: ৪৭২৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৭। হযরত আবু উসাইদ আনসারী (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) মসজিদের বাহিরে ছিলেন, রাস্তায় পুরুষেরা মহিলাদের সহিত মিশিয়া চলিতেছে, এই সময় আবু উসাইদ শুনিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) মহিলাদের উদ্দেশে বলিলেনঃ তোমরা পুরুষদের পিছনে চল। রাস্তার মধ্য দিয়া চলা তোমাদের জন্য সমীচীন নয়; বরং রাস্তার পার্শ্ব দিয়াই চলিবে। এতদশ্রবণে তাহারা এমনভাবে প্রাচীর ঘেঁষিয়া চলিতে লাগিল যে, কখনও কখনও তাহাদের কাপড় প্রাচীরের সাথে আকিয়া যাইত। —আবু দাউদ ও বায়হাকী শো'আবুল ঈমানে
كتاب الآداب
وَعَن أبي
أُسيد الأنصاريِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنَ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرجالُ مَعَ النِّسَاء فِي الطَّرِيق فَقَالَ النِّسَاء: «اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تُحْقِقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَاتِ الطَّرِيقِ» . فَكَانَتِ الْمَرْأَةُ تَلْصَقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
أُسيد الأنصاريِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنَ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرجالُ مَعَ النِّسَاء فِي الطَّرِيق فَقَالَ النِّسَاء: «اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تُحْقِقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَاتِ الطَّرِيقِ» . فَكَانَتِ الْمَرْأَةُ تَلْصَقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
তাহকীক:
হাদীস নং: ৪৭২৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) দুই জন মহিলার মাঝখানে চলিতে নিষেধ করিয়াছেন। অর্থাৎ, পুরুষকে। —আবু দাউদ
كتاب الآداب
وَعَنِ
ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم نهى أنْ يمشيَ - يَعْنِي الرجلٌ - بَين المرأتينِ. رَوَاهُ أَبُو دَاوُد
ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم نهى أنْ يمشيَ - يَعْنِي الرجلٌ - بَين المرأتينِ. رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৪৭২৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭২৯। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, যখন আমরা নবী (ﷺ)-এর খেদমতে আসিতাম তখন আমাদের যে কেহই মজলিসের শেষ প্রান্তে বসিত। —আবু দাউদ। গ্রন্থকার বলেন, আব্দুল্লাহ্ ইবনে আমরের হাদীসদ্বয় ‘কিয়ামের অধ্যায়ে' বর্ণিত হইয়াছে এবং হযরত আলী ও আবু হুরায়রার (উভয়) হাদীস নবী (ﷺ)-এর নাম ও সিফাতের অধ্যায়ে বর্ণনা করা হইবে ইন্শাআল্লাহ্ ।
كتاب الآداب
وَعَن جابرِ
بن سمرةَ قَالَ: كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ أَحَدُنَا حَيْثُ يَنْتَهِي. رَوَاهُ أَبُو دَاوُد
وَذكر حَدِيثا عبد الله بن عَمْرٍو فِي «بَابِ الْقِيَامِ»
وَسَنَذْكُرُ حَدِيثَ عَلِيٍّ وَأَبِي هُرَيْرَةَ فِي «بَابِ أَسْمَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِفَاتِهِ» إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى
بن سمرةَ قَالَ: كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ أَحَدُنَا حَيْثُ يَنْتَهِي. رَوَاهُ أَبُو دَاوُد
وَذكر حَدِيثا عبد الله بن عَمْرٍو فِي «بَابِ الْقِيَامِ»
وَسَنَذْكُرُ حَدِيثَ عَلِيٍّ وَأَبِي هُرَيْرَةَ فِي «بَابِ أَسْمَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِفَاتِهِ» إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى
তাহকীক:
হাদীস নং: ৪৭৩৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) যখন হাঁচি দিতেন তখন স্বীয় হাত অথবা কাপড় দ্বারা মুখমণ্ডল ঢাকিয়া ফেলিতেন এবং হাঁচির শব্দকে নীচু রাখিতেন। —তিরমিযী ও আবু দাউদ। এবং তিরমিযী বলিয়াছেন—এই হাদীসটি হাছান ছহীহ।
كتاب الآداب
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا عَطَسَ غَطَّى وَجْهَهُ بِيَدِهِ أَوْ ثَوْبِهِ وَغَضَّ بِهَا صَوْتَهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح
তাহকীক: