মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৭৩০

পরিচ্ছেদঃ ৫. তৃতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭৩০। হযরত আমর ইবনে শারীদ (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট দিয়া গমন করিলেন। তখন আমি এমন অবস্থায় বসা ছিলাম যে, আমার বাম হাত ছিল আমার পিঠের পিছনে। আর (ডান) হাতের তালুর উপর ভর দিয়া ছিলাম। তখন তিনি আমাকে বলিলেনঃ তুমি কি এমন অবস্থায় বসিয়া রহিয়াছ যেমন আল্লাহর অভিশপ্ত লোকেরা বসে? – আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৩১

পরিচ্ছেদঃ ৫. তৃতীয় অনুচ্ছেদ - বসা, ঘুমানো ও চলাফেরা করা
৪৭৩১। হযরত আবু যার (রাঃ) বলেন, একদা নবী (ﷺ) আমার নিকট দিয়া যাইতেছিলেন, তখন আমি উপুড় হইয়া শোয়া ছিলাম। তিনি আপন পা দ্বারা আমাকে ঠোকর দিলেন এবং বলিলেনঃ হে জুনদুব! এইরূপ শোয়া দোযখীদের অভ্যাস। —ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান