মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৭৩২

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ হাঁচি দেওয়াকে আল্লাহ্ তাআলা পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন। সুতরাং যদি তোমাদের কেহ হাঁচি দেয় এবং সে 'আলহামদু লিল্লাহ্' বলে, তখন এমন প্রত্যেক মুসলমানের উপর 'ইয়ারহামুকাল্লাহ্' বলা অপরিহার্য হইয়া যায়, যে উহা (আল্হামদু লিল্লাহ্) শুনিয়াছে। আর 'হাই তোলা হইল শয়তানের প্রভাবে। অতএব যখন তোমাদের কাহারও হাই আসে, তখন যথাসম্ভব উহা প্রতিরোধ করা উচিত। কেননা, যখন তোমাদের কেহ হাই তোলে (তথা মুখ খোলে) তখন উহাতে শয়তান (উপহাসমূলক) হাসে। বুখারী। আর মুসলিমের এক বর্ণনায় রহিয়াছে, “তোমাদের কেহ যখন 'হা' করে তখন উহাতে শয়তান হাসে।”

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৩৩

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ হাঁচি দেয়, তখন সে যেন 'আলহামদু লিল্লাহ' বলে এবং তাহার কোন (মুসলমান) ভাই অথবা (বলিয়াছেন) সঙ্গী যেন জওয়াবে ইয়ারহামুকাল্লাহ্' বলে। আর যখন সে হাঁচিদাতাকে 'ইয়ারহামুকাল্লাহ্' বলিবে, তখন হাঁচিদাতা যেন বলে, ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিছ বালাকুম।' (আল্লাহ্ তোমাকে সুপথ প্রদর্শন করুন এবং তোমার অবস্থা ভাল করুন।) বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৩৪

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩৪। হযরত আনাস (রাঃ) বলেন, একদা ( পর পর) দুই ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাঁচি দিল। হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাঁচির জওয়াবে (ইয়ারহামুকাল্লাহ্) বলিয়া দো'আ দিলেন এবং অপর ব্যক্তির জন্য দো'আ দিলেন না। তখন লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ্। আপনি এই ব্যক্তির হাঁচির জওয়াব দিলেন, অথচ আমার হাঁচির জওয়াব দেন নাই। উত্তরে তিনি বলিলেন: সে 'আলহামদু লিল্লাহ্' বলিয়াছে, কিন্তু তুমি 'আলহামদু লিল্লাহ্' বল নাই। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৩৫

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩৫। হযরত আবু মুসা (আশ'আরী [রাঃ]) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যখন তোমাদের কেহ হাঁচি দেয় এবং পরে (আলহামদু লিল্লাহ্ বলিয়া) আল্লাহর প্রশংসা করে, তখন তোমরা তাহার জওয়াব দিবে। আর যদি সে আলহামদু লিল্লাহ্ না বলে, তবে তোমরাও তাহার জওয়াব দিও না। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৩৬

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩৬। হযরত সালামাহ্ ইবনে আওয়া (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাচি দিলে তিনি তাহাকে ইয়ারহামুকাল্লাহ্ বলিতে শুনিলেন। অতঃপর লোকটি দ্বিতীয়বার হাঁচি দিল। তখন হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ লোকটি সর্দিতে আক্রান্ত। —মুসলিম। তবে তিরমিযীর বর্ণনায় আছে। লোকটি তৃতীয়বার হাঁচি দিলে হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন লোকটি সর্দিতে আক্রান্ত।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৩৭

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৩৭। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমাদের কাহারও হাই আসে তখন সে যেন স্বীয় হাত দ্বারা নিজের মুখ বন্ধ করিয়া রাখে। কেননা, শয়তান মুখের অভ্যন্তরে প্রবেশ করে। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান