মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৭৪১

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৪১। হযরত হেলাল ইবনে ইয়াসাফ (রাঃ) বলেন, একদা আমরা হযরত সালেম ইবনে উবাইদ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। এমন সময় লোকদের মধ্য হইতে এক ব্যক্তি হাঁচি দিল এবং বলিয়া উঠিল, আসসালামু আলাইকুম। তখন হযরত সালেম বলিলেন, তোমার উপর ও তোমার মায়ের উপর। ইহাতে যেন লোকটির মনে ব্যথা লাগিল। তখন সালেম বলিলেন, জানিয়া রাখ; ইহা আমি নিজের পক্ষ হইতে বলি নাই। বরং ইহা নবী (ﷺ)-এর উক্তি। একদা এক ব্যক্তি তাঁহার সম্মুখে হাঁচি দিয়া আসসালামু আলাইকুম বলিয়া ছিল, তখন নবী (ﷺ) বলিয়াছিলেনঃ তোমার উপর ও তোমার মায়ের উপর। (জানিয়া রাখ,) যখন তোমাদের কেহ হাঁচি দেয় সে যেন বলে, আলহামদু লিল্লাহি রাব্বিল আ'লামীন। আর যে উত্তর দিবে সে যেন বলে, ইয়ারহামুকাল্লাহ্। অতঃপর হাঁচিদাতা পুনরায় বলিবে ইয়াগফিরুল্লাহ লী ওয়া লাকুম। – তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৪২

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৪২। হযরত উবাইদ ইবনে রিফায়া' (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ হাঁচিদাতার হাঁচির জওয়াব তিনবার পর্যন্ত দাও। ইহার অধিক হাঁচি দিলে তবে তোমার ইচ্ছা। জওয়াব দিতেও পার এবং নাও দিতে পার। –আবু দাউদ ও তিরমিযী। ইমাম তিরমিযী বলিয়াছেন এই হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৭৪৩

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৪৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলিয়াছেন, তুমি তোমার (মুসলমান) ভাইয়ের তিনবার হাঁচির জওয়াব দাও। যদি সে ইহার অধিকবার হাঁচি দেয় তখন মনে করিবে সে সর্দিতে আক্রান্ত। —আবু দাউদ। রাবী বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আবু হুরায়রা (রাঃ) অত্র হাদীসটি নবী (ﷺ) হইতে মারফু পর্যায়ে বর্ণনা করিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান