মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৭৪৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - হাঁচি দেয়া এবং হাই তোলা
৪৭৪৪। (তাবেয়ী) হযরত নাফে' বলেন, এক ব্যক্তি হযরত ইবনে উমর (রাঃ)-এর কাছে বসিয়া হাঁচি দিল এবং বলিল, 'আলহামদু লিল্লাহ্ ওয়াসসালামু আ'লা রাসুলিল্লাহ্'। তখন ইবনে উমর বলিলেন, আমিও বলিতেছি 'আলহামদু লিল্লাহ্ ওয়াসসালামু আ'লা রাসূলিল্লাহ্। তবে (সুন্নত পদ্ধতি) এইরূপ নহে। বরং রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে শিক্ষা দিয়াছেন, যেন আমরা বলি, আল্‌হামদু লিল্লাহি আ'লা কুল্লে হালিন। —তিরমিযী। ইমাম তিরমিযী বলিয়াছেন হাদীসটি গরীব।
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ نَافِعٍ: أَنَّ رَجُلًا عَطَسَ إِلَى جَنْبِ ابْن عمَرَ فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ابْنُ عُمَرَ: وَأَنَا أَقُولُ: الْحَمْدُ لِلَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ وَلَيْسَ هَكَذَا. عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَقُولَ: الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ